32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বাড়ছে উপদেষ্টা পরিষদের আকার, কাল শপথ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। আগামীকাল বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হবে বলে জানা গেছে।

তবে নতুন কতজন উপদেষ্টা শপথ নেবেন সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গণমাধ্যমকে একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেন। যিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

ড. এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন।

বর্তমান শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাচ্ছেন।

পড়ুন : সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ইইউ প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন