15.1 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

বাড়তে থাকা অপরাধের জন্য টিভি সিরিয়ালকে দুষলেন মমতা!

সম্প্রতি পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ, খুনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় সিনেমা, টিভি সিরিয়ালগুলিতে দেখানো ক্রাইম বা অপরাধমূলক বিষয়গুলোকে দায়ী করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু তাই নয়, ইউটিউবে প্রচারিত বিভিন্ন কুরুচিপূর্ণ ভিডিও এর জন্য দায়ী বলে মনে করেন তিনি।

কলকাতা পুলিশের বডিগার্ড লাইনস আবাসিক পূজার উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেয়া হয়, সেগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। ছোটদের মধ্যেও অপরাধের প্রবণতাটা বেড়ে যাচ্ছে। মূখ্যমন্ত্রী বলেন, টেলিভিশনে যত সিরিয়াল দেখবেন সেখানেও ক্রাইম দেখায়। এ সময় তিনি এ ধরণের কন্টেটে ক্রাইম জাতীয় জিনিস না দেখানোর আহ্বান জানান।

মমতা বলেন, সিরিয়ালগুলিতে ক্রাইমে ভর্তি থাকার কারণে আমিও দেখতে পারি না, টিভিটা বন্ধ করে দেই। এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমগুলো অনুসরণ করে। মমতার প্রশ্ন, কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজকে কেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন!

মমতা এও প্রশ্ন তোলেন, তাদের কি দায়বদ্ধতা নেই? শুধু পুলিশকে গাল দিলেই হবে, আমাকে গাল দিলেই হবে? আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়?

গত ৯ আগস্ট কলকাতার সরকারি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এরপর গত ২ মাস ধরে একাধিক ঘটনা ঘটে চলেছে রাজ্যটিতে। সম্প্রতি গত শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের কুলতলীতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ঠিক একই ধরনের জঘন্যতম ঘটনা ঘটে, মৃত্যু হয় ৯ বছরের ওই শিশুটির। একদিন পর শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে এক নারীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এরপর অভিযুক্ত ব্যক্তিকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় উত্তেজিত মানুষ। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এইসব ঘটনার পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। তিনি বলেন পশ্চিমবঙ্গে দু-একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে চিৎকার-চেঁচামেচি, হাহাকার বেশি হয়। মানুষের তা করা উচিত এবং তাদের সেই অধিকারও আছে। কিন্তু কেউ কি ইচ্ছা করে কখনো ঘটনা ঘটায়?

এ সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে নকল ভিডিও তৈরির ব্যাপারেও জনগণকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের ওই অনুষ্ঠান থেকে তার মন্তব্য- আমি বারবার করে আপনাদেরকে সতর্ক করছি। আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে। সেখানে আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার গলায় আমার বক্তব্য শুনবেন। কিন্তু ওটা ভুয়া (ফেক), ওটা আসল নয়। এটাকেই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

ভুয়া ভিডিও রুখে দেওয়ার জন্য রাজ্যের মানুষকে জোট বাধার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারাই প্রকৃত স্টার। আপনারা এই দায়িত্বটা নিন। আমার দঢ় বিশ্বাস আপনারা এই কাজটা রুখতে পারবেন।

সাইবার ক্রাইম নিয়ে কার্যত রোষ্ঠ মমতা ব্যানার্জি দুর্গা পুজার আগে রাজ্যের নারীদের হাতে গুরু দায়িত্ব তুলে দেন। যে সমস্ত নারীরা এই অপরাধকে সনাক্ত করতে পারবেন তারা ভুয়া ভিডিওগুলোতে ফেক লিখে পুলিশকে পাঠাবেন। তাদের জন্য একশটি পুরস্কার থাকবে। দরকার হলে তাদেরকে সাইবার ক্রাইমে চাকরি দেওয়া হবে বলেও ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি পুলিশকেও ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ‘আমি পুলিশকে বলবো আরও শক্ত হতে হবে, ঠান্ডা মাথায় বিষয়গুলিকে হ্যান্ডেল করতে হবে। উপরে থাকবেন কুল, আর ভিতরে থাকবেন বোল্ড। এটা মাথায় রাখতে হবে, অর্থাৎ বি রাফ এন্ড টাফ এবং সামটাইম বি সফট।’

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে মানবিক দিকটাও দেখতে হবে, আবার যারা শয়তান তাদের কোনরকম ক্ষমা করা যাবে না। সে যেই হোক না কেন। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

মমতার স্পষ্টবার্তা ‘ক্রাইম ইজ ক্রাইম। অপরাধের মধ্যে কোন ধর্ম নেই, বর্ণ নেই, জাতি নেই। যে অপরাধ করবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমাদের এখানে তিনটি ফাঁসির নিদের্শ হয়েছে। আমি চাই জয়নগরের কুলতলির ঘটনাতেও পুলিশ আদালতে মামলা করে তিন মাসের মধ্যে ফাঁসির আদেশ দেবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন