21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

বাংলাদেশ ব্যাংক-বিএসইসি বৈঠক

শেয়ারবাজারে বাড়বে ব্যাংকের বিনিয়োগ

শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ ২০০ কোটি থেকে ৩০০ কোটিতে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বিএসইসি।

বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ব্যাংকগুলোর তহবিলের আকার ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

শেয়ারবাজারে বিনিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বাণিজ্যিক ব্যাংকগুলো ২০২০ সালে গঠন করে ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল। আগামী ফেব্রুয়ারিতে এর মেয়াদ শেষ হবে, যে কারণে বিষয়টি সুরাহা করতে গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন বিএসইসি চেয়ারম্যান। দেয়া হয় প্রস্তাব।

এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম নাগরিককে জানান, শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ তহবিল ৩০০ কোটিতে উন্নীত করতে এবং মেয়াদ ৫ বছর বাড়াতে বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বলে জানিয়েছে।

শেয়ারবাজারে বাড়বে ব্যাংকের বিনিয়োগ
শেয়ারবাজারে বাড়বে ব্যাংকের বিনিয়োগ

এছাড়া শেয়ারবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তিতেও বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান বিএসইসির মুখপাত্র।

এদিকে শেয়ারবাজারে গতি ফেরাতে একের এক পদক্ষেপ নিচ্ছে নীতি নির্ধারণী মহল। টানা দুই দিন উত্থানের পর হালকা কারেকশনে সপ্তাহ শেষ করেছে শেয়ারবাজার। বৃহস্পতিবার ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৫ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫ টির, কমেছে ১৯৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৮৯ টি কোম্পানির বাজারদর।

টিএ/

পড়ুন: শরিয়াহভিত্তিক ব্যাংকে সংকট কাটাতে আইন হচ্ছে
দেখুন: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনকে দালালমুক্ত ঘোষণা
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন