27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছুরিকাঘাত

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়েছে। গভীর রাতে সেই বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ। মুম্বইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে থাকেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, মধ্যরাতে বাড়িতে দুর্বৃত্ত ঢুকে পড়ে তখন সাইফ আলী পরিবারের সদস্যরা সবাই ঘুমাচ্ছিলেন। তারা সাইফকে একাধিকবার  ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে। 

সাইফ আলী খান

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। ঘটনার সময় কারিনাসহ তাদের দুই সন্তানও ছিল। তারা নিরাপদে আছেন। ধারণা করা হচ্ছে, হামলাকারী ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিল। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। যাতে গুরুতর জখম হন অভিনেতা। সাইফের শরীরে ছয়টি ছুরিকাঘাত রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা।  

লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তমণি বলেন, রাত সাড়ে তিনটার দিকে সাইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি। 

বান্দ্রা ডিভিশনের ডিসিপির বলেন, এটা সত্যি। বুধবার রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত করছে। পুলিশ দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।

দেখুন আবারও কি বাবা হচ্ছেন সাইফ আলী খান?  

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন