বাণিজ্যমেলার শেষ সপ্তাহে প্রায় সব স্টলেই চলছে মূল্য ছাড়। ফলে সকাল থেকেই ভিড় জমাচ্ছে ক্রেতা ও দর্শনার্থীরা। তবে পণ্যের দাম ও মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ।
পূর্বাচলে বাণিজ্যমেলায় বেচাকেনা অন্য সময়ের চেয়ে বেড়েছে। মিনিস্টার ইলেকট্রনিক পন্যে ৩০% ছাড়সহ লাখপতি অফার ছাড়াও বেশকিছু দোকানে চলছে বিশেষ ছাড়।

এবার মেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘কেওয়াই টো টোনের’ ইউরোপীয় স্টাইলে তৈরি আস্ত বাড়ি। মাত্র ১৪ লাখ টাকায় মেলায় পা্ওয়া যাচ্ছে বাড়িটি। এটি দেখতে দর্শনার্থীদের ভীর থাকলেও বুকিং নিয়েছে হাতেগোনা।
পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা কারাগারের কয়েদীদের তৈরি পণ্য নিয়ে আগ্রহ দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

তবে শীত কমে যাওয়ায় শীতের পোষাক আর ব্লেজারের দোকানগুলোতে দেখা মিলছে না ক্রেতার। এ নিয়ে কিছুটা হতাশ তৈরী হয়েছে বিক্রেতাদের মধ্যে।
মেলার শেষ সপ্তাহে ছাড় চলছে প্রায় সব পণ্যে। তবে দাম ও মান নিয়ে অভিযোগ ও ত্রুটিগুলো সংশোধন হলে মেলার আয়োজন স্বার্থক হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এনএ/