ঢাকার উচ্চশিক্ষায় নবযাত্রা শুরু করা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে এ বছরের ভর্তি কার্যক্রমের সমাপ্তি ঘটল।
এর আগে গত শুক্রবার মানবিক বিভাগ ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। বাণিজ্য বিভাগের পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ভর্তিপর্বের সমাপ্তি ঘটেছে।
পরীক্ষা বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে অনুষ্ঠিত হয়। বাণিজ্য বিভাগের প্রশ্নপত্রে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ব্যবসায়নীতি বিষয় অন্তর্ভুক্ত ছিল। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পাশাপাশি মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর অতিরিক্ত ২০ নম্বর যোগ করার বিধান রয়েছে।
অন্তবর্তীকালীন প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়। প্রতিটি কেন্দ্রে কড়াকড়ি নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিশেষ টিম সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন।
পড়ুন : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথমবার মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


