উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করতে হবে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর পূর্বাচলে বাণিজ্য মেলার উদ্বোধণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এসময় তিনি রপ্তানি সমৃদ্ধ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হলো মেলার ২৯তম আসর।

প্রথম দিনের আয়োজনে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আগামীতে মেলা হবে সারা দেশ জুড়ে জায়গায় জায়গায়। তরুণদের জন্য আমরা সুযোগ তৈরি করে দেবো।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ১৭ কোটি মানুষের একটি দেশ। যাদের বড় অংশ হলো তাজা তরুণ-তরুণী। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে নেই।

অনেক তরুণ-তরুণী কৃষি, হস্তশিল্প, কুটির শিল্প, আইসিটিসহ বিভিন্নখাতে ব্যবসায় ভাল করছে। আন্তর্জাতিক ব্যবসা করছে- ঘরে বসে সফটওয়্যার তৈরি করে বিক্রি করছে, যোগ করেন প্রধান উপদেষ্টা। আর রপ্তানি খাতকে সহজে সেবা দিতে সরকার জাক করছে বলেও জানান।
এনএ/