26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

বাদ পড়ার দিনে লিটনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দলে লিটনের বাদ পড়ার খবর এর মধ্যেই সবার জানা। উইকেটকিপার এই ব্যাটারকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক জানিয়েছিলেন, আস্থা হারিয়েছেন তিনি। স্কোয়াডে জায়গা না পাওয়ার দিনেই ব্যাট হাতে যেন বড় জবাবটাই দিলেন লিটন।

আজ (রোববার) সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকালেন ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার। ৮ চার ৭ ছক্কায় সাজানো ইনিংসে ৪৪ বলে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি এখন লিটনের। ৫৫ বলে ১২৫ করে থাকেন অপরাজিত।

এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত গেইল ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটনও সমানসংখ্যক বল খেলে সেঞ্চুরি পেলেন। বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে।

সাদা বলের ক্রিকেটে লিটন অভিষেকের বছর দশেক পার করে দিলেও এখনো জায়গা পাকাপোক্ত করতে পারেননি। গেল বছর ২০২৪ সালে ওয়ানডে ক্রিকেটে চরম বাজে সময় কাটিয়েছেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝেও দল থেকে বাদ পড়েছিলেন। পরে বছরের শেষ ভাগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারো দলে যোগ দেন লিটন।

দেখুন- লিটনের বাটিতে মুগ্ধ কুয়াকাটার পর্যটকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন