নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে, ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রয়াত মেয়র আনিসুল হকের পরিবার।
পরিবারের শরীফ-রৌশন-আনিস কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই সেবা দেয়া হচ্ছে।
সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আবু বেলাল মো. সফিউল হক এবং ট্রাস্টের সদস্য রেজাউল হক শাহীনের তত্ত্বাবধানে, বন্যার শুরু থেকেই আনিসুল হক নবারুণ একাডেমির আশ্রয়ন কেন্দ্রে, আশ্রিত প্রায় চার শতাধিক মানুষের তিনবেলা খাবার ও চিকিৎসা সেবা দিচ্ছেন।
পাশাপাশি এ ট্রাস্টের মাধ্যমে উপজেলার হাজার হাজার মানুষকে শুকনো খাবার ও ওষুধ সরবরাহ করা হয়েছে।