বান্দরবানের গহীন জঙ্গলেও সাবেক আইজিপি বেনজীর আহমেদের অঢেল সম্পত্তির সন্ধান মিলেছে। নিজের স্ত্রী ও মেয়ের নামে রয়েছে একশ একরের বেশি জমি। গড়ে তুলেছেন কোটি টাকার বিভিন্ন প্রকল্প। এখানেও অভিযোগ আছে-জোরপূর্বক জমি দখলের।
সমতল থেকে পাহাড় কোথাও ছাড় দেননি বেনজির আহমেদ। বান্দরবান জেলা সদর সুয়ালক ও লামা উপজেলার ডলুঝিরি মৌজায় তার রয়েছে একশ একরের বেশী সম্পত্তি। গড়ে তুলেছেন মাছের খামার, গরুর খামার, ফলের বাগান ও বাগানবাড়ি।
ব্রিটিশ হিল লেগুলেশন এবং পার্বত্য শান্তিচুক্তি মোতাবেক স্থানীয় বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় জায়গা ক্রয়-বিক্রয় নিষেধ। সেটি তোয়াক্কা না করেই প্রভাব খাটিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে জায়গা লিজ নিয়ে জমি দখলে নিয়েছেন। তাকে সহযোগিতায় নাম এসেছে স্থানীয় সেচ্ছাসেবলীগ নেতা মংওয়াই চিং মারমার।
অনুসন্ধানে জানা গেছে, ২০১৬ সালে বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মির্জা ও মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীরের নামে ২৫ একর ও লামা ডুলুঝিরি মৌজায় টংগাঝিরি এলাকায় ৫৫ একরের বেশী জায়গা দখলে নিয়েছেন।
তবে এসব সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না বলে জানান, বান্দরবানের পুলিশ সুপার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান।
জোরপূর্ক দখলে নেয়া সম্পত্তি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে দাবী জানান ক্ষতিগ্রস্তরা।