29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

বান্দরবানে স্বামীর সহায়তায় গণধর্ষণের শিকার স্ত্রী

বান্দরবানের লামায় মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা ভ্যালী এগেইন দুটি রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ মার্চ) ধর্ষণের শিকার ওই নারীর নিজেই বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেন। পরে দায়েরকৃত এজাহারের পুলিশ ওই নারীর স্বামী রুবেল (৩২) ও তার বন্ধু সাগর (৩০) কে গ্রেফতার করে।

এজাহার সূত্রে জানা গেছে, মিরিঞ্জা পর্যটন এলাকায় অবস্থিত রিসোর্ট মিরিঞ্জা ভ্যালীর নাইট গার্ড লামা পৌরসভার মধুঝিরি এলাকার আবুল কাশেম (বোবা) এর ছেলে রুবেল (৩২) তার ২য় স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যায়। সেখানে ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে চারদিন রেখে ছয়জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। গত মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার নারী রিসোর্ট থেকে পালিয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেন।

প্রাথমিক চিকিৎসার পর ওই নারী থানায় এসে করে পুলিশের কাছে পুরো ঘটনা বর্ণনা করে। এই ঘটনায় চারজনকে এজাহার নামীয় ও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণের শিকার নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করেছে। মামলার অন্য আসামিরা হল, লামা পৌরসভার মধুঝিরি এলাকার দানু মিয়ার ছেলে জহির (৪০) ও লাইনঝিরি এলাকার কবিরের ছেলে মামুন (২৮)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করা হয়েছে।

বান্দরবানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,

লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা এগেইন দুইটি রিসোর্টেই স্বামীর সহায়তায় এক নারীকে ছয়জনে গণধর্ষণ করেছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

পড়ুন : বান্দরবানে এসবিএম ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

দেখুন : বান্দরবান সীমান্তে পাচারকালে ৮০৭টি গরু উদ্ধার | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন