বান্দরবানের লামায় অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ইটভাটাকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বান্দরবানে বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ফাইতং এলাকায় এই অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দিন।
এসময় বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুর উদ্দিন সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
জরিমানাকৃত ইটভাটাগুলো হচ্ছে- ইউবিএম ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা, এসএবি ইটভাটাকে ২ লাখ টাকা ও বিবিএম ইটভাটাকে ২ লাখ টাকা।
এদিকে লামার ফাইতং ইউনিয়নের মেউন্দা মুসলিম পাড়া এলাকায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গতকাল দুপুরে অবৈধভাবে পাহাড় কর্তন ও গাছ কর্তন করার অপরাধে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম (২৬) কে আটক করে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) লামা রূপায়ন দেব বলেন, এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পড়ুন: বিদ্যালয়ের সামনে গড়ে উঠেছে বিবিএম ‘টু’ অবৈধ ইটভাটা
দেখুন: কেএনএফের ভয়ে গ্রামছাড়া আরও ১১ পরিবার
ইম/