বান্দরবানে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সদর জোন ক্যাম্পে ঈদ সামগ্রী বিতরণ করেন সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান।
এসময় সেনাবাহিনী উদ্যেগে ১৩২ জন দুস্থ ও অসহায় পরিবার মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়। এর আগে ৬৮ জনের অসহায় পরিবারসহ মোট ২০০ জনের মাঝে সহায়তা তুলে দেন সেনাবাহিনী।

এ সময় প্রধান অতিথি জোন কমান্ডার এএসএম মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। সেনাবাহিনী এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটুক। তাই ভবিষ্যতেও পাহাড়ে গরীব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানের লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা সঞ্চালনায় জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসানসহ সুবিধাভোগী ও প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএ/