26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

বান্দরবানে অনুপ্রবেশকালে ৫৮ রোহিঙ্গা আটক

বান্দরবানের আলীকদমে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। একই সাথে পাচারকারী চক্রের ৫ সদস্যকেও আটক করা হয়েছে।

আজ শনিবার ভোরে সকালে নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজিবি জানায়, অবৈধ পথ দিয়ে রোহিঙ্গা প্রবেশ করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশু রয়েছে। তাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আটক পাঁচ দালাল হলেন—আলীকদম উপজেলার খুইল্যামিয়া পাড়ার নজরুল ইসলাম (৪০), দক্ষিণ নয়াপাড়ার আরিফুল ইসলাম (২৫), নয়াপাড়ার খোরশেদ আলম (৫৭), জামাল উদ্দিন (২৭) ও চৈক্ষ্যং ইউনিয়নের আবু হুজাইফা (৩২)।

বিজিবি জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) জেসিও নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়ন সদর থেকে আনুমানিক ৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে বুচিরমুখ নামক স্থানে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার সময় ১২ পুরুষ, ১০ নারী এবং ৩৬টি শিশুসহ মোট ৫৮ রোহিঙ্গাকে আটক করা হয়।

বান্দরবানে বন্দুক যুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত

টিএ/

দেখুন: পাহাড়ে সহিংসতার প্রতিবাদে বান্দরবানে সমাবেশ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন