32 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে আবারো স্থল মাইন বিস্ফোরণে নুরুন্নবী (৪৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছে। তিনি আনসার সদস্য বলে জানা গেছে।

আজ শনিবার বিকাল পাঁচটার দিকে সদর ইউনিয়নের নিকুনছড়ি বিওপি’র এলাকায় হামিদিয়া পাড়ার সংলগ্ন সীমান্তের ৪২ নাম্বার পিলারে মিয়ানমার অভ্যন্তরে এই ঘটনাটি হয়।

আহত ব্যাক্তি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে মুহাম্মদ নুরুন্নবী।

স্থানীয়রা জানায়, বিকাল দিকে হামিদিয়া পাড়ার সংলগ্ন সীমান্তের ৪২ পিলার এলাকায় পাখি শিকার করতে যান। এ সময় মিয়ানমারে অভ্যন্তরে ঢুকে পড়লে আরাকান আর্মি পুঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরণে বাম পায়ের হাঁটুর নীচাংশ উড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া মেডিকেল সান্স ফ্রন্ডার (এম এস এফ) হাসপাতালে নিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ৪২ নং সীমান্ত পিলার এলাকায় স্থল মাইন্ড বিষ্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছে। তাকে উদ্ধার করে উখিয়া মেডিকেল সান্স ফ্রন্ডারে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গেল ৩ ফেব্রুয়ারী ইউনিয়নের ফুলতলী সীমান্তে ৪৮নং পিলার এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) নামের এক যুবকের বাঁম-পা বিচ্ছিন্ন হয়।

পড়ুন : ঝিনাইদহ সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন