কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের বাড়ির গ্যারেজে রাখা কোটি টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার প্যারাডো ব্রান্ডের কালো রংয়ের গাড়িটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের।
মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে বিষয়টি মুঠোফোনে নাগরিক টেলিভিশনকে নিশ্চিত করেছেন সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি কুষ্টিয়া শহরের বহুতল ভবন শাফিনা টাওয়ারের গ্যারেজে পুলিশের হেফাজতে থাকা গাড়িটি তার বাবার দাবি করে গাড়িটি ফিরে পাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন।
মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, গাড়িটি আমাদের। আমরা গাড়িটি কারো কাছে বিক্রি করিনি। তবে গাড়িটি ওইখানে কেন সেটাও জানিনা। তিনি বলেন,আমার বাবা যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে তাতে আমাদের গাড়ির কথা মনেই ছিল না। ৫ আগষ্টের ঘটনার পর আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে গাড়িটা আমরা নিজেদের মধে্য খোঁজাখুঁজি করছিলাম। নিজেদের মতো করেই খোঁজ নিচ্ছিলাম।
ডরিন বলেন, আমার বাবার ডেথ সার্টিফিকেট ও ডিএনএ টেস্টের রেজাল্ট এখনও পাইনি। কিছুদিন আগেও ভারত থেকে ঘুরে আসলাম। বাবার জানাযাটা পর্যন্ত হয়নি। এমন পরিস্থিতিতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। যেহেতু বাবার হঠাৎ করেই এমন দুর্ঘটনা হলো তারপর থেকে আমাদের মাথায় গাড়ির বিষয়টি ছিলই না।
ডরিন আরো বলেন, এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আমাদের সাথে যোগাযোগ করিনি। তবে আমাদের গাড়িটি বুঝিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেবো।
এর আগে গতকাল সোমবার রাতে কয়েক কোটি টাকার বিলাসবহুল ওই গাড়ি নিয়ে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হলে পুলিশকে জানায়। রাতেই যাচাই বাছাই করে পুলিশ গাড়ির ভেতর থেকে সংসদ সদস্যর স্টিকার ও কাগজপত্র জব্দ করে। জব্দ করা একটি কাগজে মালিক হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নাম ছিল।ঘটনাস্থলে জব্দ করা কাগজ ও স্টিকার নাগরিক টেলিভিশশনের হাতে এসেছে। ২০২৩ সালে মডেলের টয়োটা ব্র্যান্ডের গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০। চেসিস নং JTMAA7BJ804035183, ইঞ্জিন নং F-33A0038578 উল্লেখ রয়েছে।
সাফিনা টাওয়ারের প্রহরী আলমগীর জানান, প্রায় তিন মাস আগে একটি তামাক কোম্পানির দুই কর্মকর্তা গাড়িটি রেখে যান। তাদের কোম্পানীর বায়ারদের জন্য ভবনের দুই,তিন ও চারতলায় পাঁচটি ফ্লাট ভাড়া নেওয়া আছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পড়ুন: সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায়
এস