দেশের বৃহত্তম দেশীয় কাপড়ের পাইকারি বাজার নরসিংদী বাবুরহাটের হাট। এ হাটে গতকাল শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পায় বাবুরহাটের শত শত দোকান পাট। বিষয়টি নিশ্চিত করেন মাধবদী বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ রায়হান, পিএফএম(এস)।
স্থানীরা ব্যবসায়ীরা জানান, শেখেরচর বাজার বাবুরহাটে ৫ ম তলা বিশিষ্ট হাজী আব্দুল কাদের ম্যানশনের ভবনের ২য় তলায় আমির হোসেন এর মালিকানাধীন অভি থ্রী পিস ও কাপড়ের গোডাউনে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাধবদী বাজার ফায়ার স্টেশন ও নরসিংদী ফায়ার স্টেশন এর সদস্যরা আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন। এতে গোডাউনে থাকা থ্রী পিস সহ অন্যান্য কাপড় পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শেখেরচর বাজার বাবুরহাটের বাসিন্দা ও ব্যবসায়ী মোহাম্মদ আল-আমিন রহমান বলেন,
বাজাটি অল্পের জন্য রক্ষা করেছে মহান আল্লাহ তাহালা। এ বাজারে আগুন লাগা মানে শত শত ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাওয়া। আমরা ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসের সদস্যদের তাদের প্রচেষ্টায় দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রনে চলে আসে।
মাধবদী বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ রায়হান, পিএফএম(এস) বলেন, শেখেরচর বাজার বাবুরহাটে হাজী আব্দুল কাদের ম্যানশনে কাপড়ের গোডাউনে এ আগুন লাগার খবর রাত ২টা ১৫ মিনিটে পাওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমে আগুনের লেলিহানকে ঘিরে ফেলি যেন অন্য দোকানে ছড়িয়ে না যায়। প্রায় ১ ঘন্টা ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে বৈদ্যুতিক শর্টের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির পাশ ঘেঁষে বহু দোকান ছিল। তাদের কোন ক্ষতি হয়নি, তবে পুড়ে যাওয়া গোডাউনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
পড়ুন: সচিবালয়ে বৈদ্যুতিক ‘লুজ কানেকশন’ টাইড হবে কবে?
দেখুন: বৈদ্যুতিক টাগবোটের অপার সম্ভাবনা
ইম/