ইরাকের রাজধানী বাগদাদসহ মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রবল বালুঝড়ে বয়ে গেছে, যার প্রভাবে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অন্তত ৩ হাজার ৭৪৭ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবারের এ ঝড়ের বিষয়ে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈফ আল বদর।
তিনি জানান, সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় আল মুথান্না প্রদেশে—যেখানে যথাক্রমে ১ হাজার ১৪ ও ৮৭৪ জন চিকিৎসা নিয়েছেন। বাকিরা অন্যান্য প্রদেশের। গুরুতর অসুস্থদের উচ্চতর চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে বেশিরভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বালুঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কয়েকটি এলাকা।
নাজাফ ও বসরার বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়, স্থগিত করা হয় ফ্লাইট চলাচল। বালুর মেঘে আচ্ছন্ন হয়ে দৃশ্যমানতা এক কিলোমিটারের নিচে নেমে আসে।
দক্ষিণাঞ্চলের মুথান্না প্রদেশে ৭০০ জন, নাজাফে ২৫০ জন, দিওয়ানিয়ায় ৩২২ জন এবং ধি কার ও বসরায় আরও অন্তত ৫৩০ জন মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগেছেন।
বালুঝড় ইরাকে নতুন নয়। ২০২২ সালে এক ভয়াবহ ঝড়ে একজনের মৃত্যু ও ৫ হাজারের বেশি মানুষ অসুস্থ হয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে বালুঝড়ের মাত্রা ও ঘনত্ব বেড়েছে। সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাস্ক পরে চলাফেরা করছেন ধুলোর হাত থেকে বাঁচতে।
পড়ুন: মদের আড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও নারী মুখপাত্র!
দেখুন: ইরাকে মিসাইল হামলার শিকার মার্কিন বিমান ঘাঁটি
ইম/