34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বাসস এমডিসহ ৩ জনের বিরুদ্ধে মানহানির মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের নাম দিয়ে বানোয়াট কবিতা লিখে পোস্ট করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি মাহবুব মোর্শেদসহ তিন জনের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়। ২৮ এপ্রিল অভিযুক্তদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।


রোববার (২৩ মার্চ) ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ আলম মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন প্রথিতযশা কবি ও সাংবাদিককে নিয়ে বাজে কোনো লিখা বানোয়াট কোনো তথ্য প্রকাশ কোনোভাবেই ঠিক হয়নি। আমরা সুষ্ঠু বিচার দাবি করি।

এ ঘটনায় কবি আব্দুল হাই শিকদার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানিয়েছেন।

পড়ুন : এবিসি নিউজের বিরুদ্ধে মানহানি মামলা: ১৫ মিলিয়ন ক্ষতিপূরণ পাচ্ছেন ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন