১৫/১১/২০২৫, ২০:৪১ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২০:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে বাসের পিছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে চলন্ত যাত্রীবাহী সোহাগ পরিবহন নামক একটি বাসের পিছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক আরেক বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

বিজ্ঞাপন

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও জেলা সদরের গোবরা এলাকার মনসুর আলী শেখের ছেলে মন্টু শেখ ও একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন।

এই তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টেের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহন কে ওভারটেক করতে গেলে সোহাগ পরিবহনের পিছনে ধাক্কা দেয়। এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় অন্তত ১৫ জন।’

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএ/

দেখুন: মিরপুর না*রী যাত্রীকে পেটালেন প্রজাপতি বাসের চালক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন