26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

বাসে উঠে অভিনব কৌশলে মোবাইল চুরি, চক্রের পাঁচজন গ্রেপ্তার

ঢাকার গণপরিবহনে (বাসে) উঠে বিভিন্ন গ্রুপ এ বিভক্ত হয়ে অভিনব কৌশলে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করা এক চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ এখলাস (২৭), মোঃ আলাউদ্দিন (৩২), মোঃ আল আমিন (২২), হৃদয় খান (২৬) ও মোঃ নাঈম (২৫)।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ০২:৪৫ ঘটিকায় ভাটারার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৪টি ছিনতাইকৃত ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি-মিরপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার রাত ০২:৪৫ ঘটিকায় ভাটারা থানাধীন সুলমাইদের ফরাজী টোলা এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অভিযানে ওই বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে চক্রের পাঁচজনকে বিভিন্ন ব্র্যান্ডের ২৪টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।

মোবাইল চুরি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেপ্তারকৃতরা একটি অভিনব ছিনতাইকারী ও চোর চক্র। এরা দলবদ্ধভাবে ঢাকার গণপরিবহন থেকে মোবাইল চুরি ও ছিনতাই করে থাকে। এদের দলের এক বা দুজন ‘ঠেকম্যান’ হিসেবে কৃত্রিমভাবে বাসে জ্যাম ও ঠেলাঠেলি শুরু করে। একজনকে বলা হয় ‘মেশিনম্যান’, যে সম্পূর্ণ অভিযানের লিডার হিসেবে কাজ করে এবং টার্গেটকৃত ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরি বা ছিনতাই করে। পরেরধাপে থাকে ২/৩ জন ‘পাসম্যান’ যারা মেশিনম্যান মোবাইল নেয়ার সাথে সাথে তার কাছ থেকে পাস করে দূরে দাড়িয়ে থাকা ‘ব্যাগম্যান’ এর কাছে। ‘ব্যাগম্যান’ তার নিকট থাকা ব্যাগে মোবাইলগুলো জমা করে।

বাসে মোবাইল চুরি

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এনএ/

আরও পড়ুন: ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ৫

দেখুন: ৩ হাজার কোটি টাকা কোথায় পেলেন নিক্সন চৌধুরী আর তারিন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন