24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কতটুকু বাস্তবায়ন হয়েছে আনিসুল হকের স্বপ্ন প্রকল্প?

নানা সমস্যায় জর্জরিত ঢাকা মহানগরীর জন্য একজন মেয়র এসেছিলেন আশীর্বাদ হয়ে। বসবাসযোগ্য পরিকল্পিত নগরীর স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছিলেন।

তিনি আনিসুল হক। দায়িত্ব নিয়েই দেখাতে শুরু করেন চমক। অল্প সময়েই অর্জন করেন মানুষের আস্থা ও বিশ্বাস। হঠাৎ তার চলে যাওয়া, চাপা কান্নায় থমকে যায় সব। আজ তিনি নেই, কতটা বাস্তবায়ন হয়েছে তার স্বপ্নের প্রকল্প?

নির্বাচনী ইশতেহারে সমাধানযাত্রার কথা বলেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। তাঁর নেয়া নানা পদক্ষেপ নগরবাসীর দৃষ্টি কেড়েছে। এর মধ্যে কয়েকটি পদক্ষেপ ছিল রাজনৈতিক দিক থেকে বেশ কঠিন। তবু তিনি পিছপা হননি। কতটা বাস্তবায়ন হয়েছে তার নেয়া প্রকল্পগুলো?

কতটুকু বাস্তবায়ন হয়েছে আনিসুল হকের স্বপ্ন প্রকল্প?
মুক্ত সাতরাস্তা:

জীবনের ঝুঁকি নিয়ে আনিসুল হক দখল মুক্ত করেন সাতরাস্তার মোড় থেকে তেজগাঁও রেলক্রসিং সড়ক। আজ তার অনুপস্থিতিতে আবারো ট্রাক আর কাভার্ড ভ্যানের দখলে। আনিসুল হক কথা দিয়েছিলেন একটি আধুনিক ট্রাক স্ট্যান্ড নির্মাণের। অবশেষে তেজগাঁওয়ে বহুতল ট্রাক টার্মিনাল নির্মাণে জমি পেয়েছে ডিএনসিসি।

পার্ক ও খেলার মাঠ:

অযত্ন-অবহেলায় রাজধানীর বেশিরভাগ পার্কই ছিল বেহাল। দায়িত্ব গ্রহণের ২য় বর্ষপূর্তিতে আনিসুল হক জানিয়েছিলেন, তার পরবর্তী কাজের অন্যতম পার্ক ও খেলার মাঠগুলোর উন্নয়ন। তার সেই স্বপ্ন আজ বাস্তবায়িত। ২২টি পার্ক ও ৪টি খেলার মাঠ উন্মুক্ত। পার্ক ও মাঠগুলোতে আজ নগরবাসির কোলাহল।

সবুজ ঢাকা:

ঘন বসতির শহর ঢাকায় সবুজের সমারোহ ফিরিয়ে আনতে সবুজ ঢাকা নামের প্রকল্প উদ্বোধন করেন আনিসুল হক। সেই প্রকল্প না থাকলেও থেমে থেমে চলছে সবুজায়ন।

দেখুন: আনিসুল হকের স্বপ্ন ‘সবুজ ঢাকা’ 

সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ:

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে ৫২টি সেকেন্ডারি ট্রান্সফার সেন্টার করার চিন্তা করেছিলেন আনিসুল হক। সেটি বাস্তবায়ন করেছে ডিএনসিসি। ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে তার আরেককটি বড় পরিকল্পনা, বর্জ্য থেকে বিদ্যুৎ প্লান্ট প্রকল্প।

আধুনিক গণশৌচাগার:

সাধারণ মানুষের জন্য ১০০টি আধুনিক গণশৌচাগার নির্মাণ করতে চেয়েছিলেন আনিসুল হক। বেঁচে থাকতে নির্মাণ করেছিলেন ১১টি। পরে হয়েছে আরও ৫২টি।

আনিসুল হক
ইউটার্ন:

যানজট কমাতে আবদুল্লাহপুর থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত ১২টি ইউটার্ন নির্মাণের প্রকল্প হাতে নেন আনিসুল হক। তার মৃত্যুর পর কাজ শেষ হয়। ইউটার্নগুলো তৈরি হওয়াতে বিমানবন্দর সড়কের যানজট কমেছে প্রায় ২৫ শতাংশ।

গাবতলীর জায়গা উদ্ধার:

গাবতলী এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা ৫২ একর জমি উদ্ধার করেন আনিসুল হক।

বাস রুট রেশনালাইজেশন:

রাজধানীর কোটি মানুষের গণপরিবহন সংকট মেটাতে চার হাজার বাসের একটা সার্ভিস চালু করতে চেয়েছিলেন আনিসুল হক। সেই ভাবনায় অনেক দূর এগিয়েছিলেনও তিনি। স্বল্প পরিসরে শুরু হলেও সেই প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

এই শহর স্বপ্নবাজ যে মেয়রকে পেয়েছিলো, আজ তিনি নেই। তবু বাতাসের কানে কানে বাজে সেই সুর- নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে।

আজী/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন