০৮/০৭/২০২৫, ২১:৩৪ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:৩৪ অপরাহ্ণ

ট্রেনের ছাদে জনতার ঢল, বাস-লঞ্চেও ভিড়

স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আজও, রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ট্রেন বাস কিংবা লঞ্চে, ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। সড়কে যানজট-ভোগান্তি, আর ট্রেনের ছাঁদ ভর্তি যাত্রী। 

যাত্রীদের উপচে পড়া ভীড়, আর ছাঁদ ভর্তি নগর মুখো মানুষ। দূরপাল্লার প্রতিটি ট্রেনেই, রাজধানীর বিমানবন্দর কিংবা কমলাপুর স্টেশনে এমন দৃশ্য।

ঈদ পরবর্তী ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ট্রেনের বগি গুলোতেও জায়গা নেই দাঁড়ানোর, এদিকে ছাঁদে বসে অনেকেই ফিরেছেন স্ট্যান্ডিং টিকিটে।

প্রত্যেকের হাতে কিংবা মাথায় ব্যাগের বোঝা আর চোখে ক্লান্তি। ফিরছেন, পরিবারের মায়া ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি জড়িয়ে।

রেলস্টেশনের মতো, রাজধানীর বাস টার্মিনাল গুলোতেও একই চিত্র। খালি আসন নিয়ে বাসগুলো গন্তব্যে পৌছালেও, ঢাকায় ফিরছেন যাত্রীদের ভীড়ে।

এবার, ট্রেনের জার্নি ছিলো খানিকটা স্বস্তির। তবে বাড়তি ভাড়া আর যানজটে নাকাল উত্তরাঞ্চলের বেশিরভাগ মানুষ।

এনএ/

দেখুন: বেহাল পটুয়াখালীর বাস টার্মিনাল, ভোগান্তিতে যাত্রী

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন