বিএনপির আন্দোলন দূর আকাশের নীলিমা। দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, তারা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করল। ঢাকা শহরে প্রতিনিয়ত মিটিং মিছিল করছে আর চিরাচরিত মিথ্যাচারের তুবড়ি বাজাচ্ছে।
তাদের মাঠে নামতে দিচ্ছে না এ কথা বলে বেড়াচ্ছে। আসলে অতীতের ব্যর্থতা, সামনে আন্দোলন ও নির্বাচনে ভরাডুবি আঁচ করতে পেরে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের আন্দোলন সুদূর পরাহত।
আশা/ফই
Leave a Reply