বিজ্ঞাপন
বিএনপির উসকানিতে কারো সঙ্গে যুদ্ধে জড়াবে না সরকার। তবে আক্রান্ত হলে বাংলাদেশ বসে থাকবে না। মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন। ঈদের ফিরতি যাত্রায় মনোযোগ কম থাকায় বেশি দুর্ঘটনা ঘটে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তবে এ বছর এখন পর্যন্ত একশরও কম দুর্ঘটনা ঘটেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মোটরসাইকেল ও থ্রি-হুইলারের কারণেই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে নীতিমালা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
-বিজ্ঞাপন-