দেশের বিভিন্ন এলাকা থেকে চাঁদাবাজি, লুটপাট, হামলাসহ নানান অপকর্মের খবর আসছে। এমন অস্থিরতার জন্য, বিএনপির দিকেও রয়েছে অভিযোগের তির। তবে, দলটির নেতাকর্মীরা তা মানতে নারাজ। বলছেন, তারা এখন দেশসেবার কাজে মনোনিবেশ করেছেন।
শেখ হাসিনার পতনের পর কার্যত ভেঙে পড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এর মাঝেই শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলছে আইনশৃঙ্খলা ফেরানোর চেষ্টা। তবে পুলিশের অনেকেই এখনো কাজে যোগ দেননি।
এ সুযোগে দেশের বিভিন্ন স্থান থেকে নাশকতা, লুটপাট, অগ্নিসংযোগ, হামলাসহ বিভিন্ন অপকর্মের খবর আসছে। ক্ষোভের সৃষ্টি হচ্ছে জনমনে।
এসব অপকর্মের জন্য, অভিযোগের তির বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দিকে। অভিযোগ রয়েছে বিএনপি ঘিরেও। আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে বেশকজন নেতাকর্মীকে বহিষ্কারও করেছে দলটি।
বিএনপি নেতারা বলছেন, তাদের কোনো নেতাকর্মী অপকর্মে লিপ্ত নয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।
এই বিএনপি নেতা বলেন, যা ঘটছে তা কাম্য নয়। তারাও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
সহিংসতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে প্রতিরোধমূলক নানান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা।