একটি কুচক্রি মহল বিএনপির নাম ভাঙ্গিয়ে সন্ত্রাস ও অপকর্মের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের নেতারা।
রাজধানীর মহাখালীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির এবং বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তারা এ অভিযোগ করেন।
বিএনপি নেতারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ধর্মীয় সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা বিধানে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে স্পষ্ট নিদের্শনা দেয়া আছে বলেও জানান তারা।