বিটুল বেপারী, পেশায় গ্রাম্য চিকিৎসক। সনাতন ধর্মের এই সাধারণ মানুষটির উপর গত ৬ আগস্ট বাদল শেখ নামে এক স্থানীয় সন্ত্রাসী ও তার স্ত্রী হামলা করে। এ বিষয়ে পিরোজপুর জেলা জজকোর্টে মামলা হলেও আসামি আগাম জামিন নিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে।
সন্ত্রাসী বাদলকে পরোক্ষভাবে মদোদ এবং সমর্থন প্রদান করছেন ট্রাক ড্রাইভার হিরোন শেখ। হিরোন শেখ নিজেকে ৭নং গুয়ারেখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে দাবি করছে।
একই সাথে স্বরূপকাঠি উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামানকে তার কাছের লোক বলে এলাকায় প্রচারণা চালিয়ে সাধারণ জনগনকে ভয়ভীতি দেখিয়ে দখলদারিত্ব এবং চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।
যদিও খবর নিয়ে জানা যায় বিগত বছরে হিরোন শেখ পিরোজপুর ১ আসনের এমপি শ ম রেজাউল করিম, স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মুহিদের হয়ে গ্রামে রাজনীতি করছেন। হিরোন শেখের অপরাধমূলক কাজের ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর তিনি বিটুল ব্যাপারির বাগান থেকে প্রায় ৫ লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে যান ।
বিটুল বেপারী সেনাবাহিনীর কাছে অভিযোগ করার পরবর্তীতে সেনাবাহিনী স্থানীয় কিছু গন্যমান্য ব্যক্তিকে শালিস ও তদন্তের দায়িত্ব দিলেও এখন পর্যন্ত কোন ধরনের তদন্ত সাপেক্ষ সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়নি।
প্রতিনিয়ত জীবন নাশের হুমকি এবং সর্বস্ব হারানের আতংক নিয়ে দিন কাটাচ্ছেন বিটুল বেপারী।