বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার সার্বিক সহযোগিতায় শনিবার শহরের বারান্দিপাড়া শত শত দল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্প চলাকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুখ হোসেন প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বে থাকা ড্যাব নেতা ফারুক এহতেশাম পরাগ জানান, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে সাড়ে আট শতাধিক রোগী চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া ২৬ জন রোগীকে অপরাশেনের জন্য বাছাই করা হয়। তাদের অপারেশনের যাবতীয় খরচ বিএনপি এবং ড্যাবের পক্ষ থেকে বহন করা হবে।
মেডিসিন, নিউরোলজী, অর্থোপেডিকস, গাইনী, শিশু, চক্ষু, স্কিন, ইএনটিসহ মোট ১৪ টি বিষয় সেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক ব্যবস্থপনায় ছিলেন, ডাঃ রবিউল ইসলাম তুহিন, ডাঃ আতাহার তুর্য্য। চিকিৎসা সেবা প্রদান করেন, ডাঃ উবায়দুল কাদির উজ্জ্বল, ডাঃ দেবাশীষ দত্ত, ডাঃ আজিম উদ্দিন, ডাঃ মোশফেক-উর-রহমান, ডাঃ আবু হায়দার মোঃ মনিরুজ্জামান, ডাঃ মিঠুন কুমার দে, ডাঃ শরিফুল আলম খান, ডাঃ তমিজ উদ্দিন শেখ, ডাঃ রেজাওয়ান উদ্-দারাইন, ডাঃ এস. এম নাজমুল হক, ডাঃ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডাঃ ইকবাল আহমেদ, ডাঃ মনিরুজ্জামান, ডাঃ তাহরিমা খানম, ডাঃ নার্গিস আক্তার, ডাঃ শাকির আহমেদ শুভ্র ও ডাঃ নাসিম জামান।
পড়ুন :ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি


