27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
বিজ্ঞাপন

বিএনপির ‘বাঁচা-মরা’র আন্দোলনের রূপরেখা প্রস্তুত

সারা দেশে জাগরণ তুলতে চায় বিএনপি। আন্দোলনের রূপরেখাও ঠিক হয়ে গেছে। প্রস্তুত হচ্ছে দল, ঘোষণা আসবে শিগগিরই। বলছে দলটির নেতারা। তারা বলছেন, খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে, এবার হবে বাঁচা-মরার লড়াই। বিস্তারিত জানাচ্ছেন রাশেদুল কাদির।

ব্যাকফুট থেকে এবার ফ্রন্টফুটে আসতে মরিয়া বিএনপি। দীর্ঘদিন ধরে মাঠে উত্তাপ ছড়ানো ব্যর্থতা ঝেড়ে ফেরে, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অবতীর্ণ হতে চায় দলটি।

কিন্তু, মুখ থুবড়ে পড়া আন্দোলন কীভাবে চাঙা করবে বিএনপি? এমন আলোচনা দলের ভেতরে বাইরে। চলছে সবকিছুর চুলচেঁড়া বিশ্লেষণ। ব্যর্থ নেতাদের বাদ দিয়ে, সামনে আনা হচ্ছে ত্যাগী নেতাদের। ঢেলে সাজানো হচ্ছে মহানগর ও যুবদলসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোর কমিটি।

শীর্ষ নেতারা বলছেন, সামনে কী করণীয়, তার রূপরেখা ঠিক হয়ে গেছে। আর ভুল পথে নয়, এবার এগুতে চান সঠিক পথে।

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি, সরকারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার। এসবই লক্ষ্য বিএনপির। নেতারা বলছেন, প্রস্তুত হচ্ছে দল।

বিএনপি নেতারা মনে করেন, সারা দেশেই জনগণ তাদের পক্ষে সারা দিচ্ছে। এখন রাজপথে শক্তি দেখানোর পালা। ভুল এড়িয়ে সঠিক পথের কী সেই রূপরেখা, তার ঘোষণা আসবে দুয়েকদিনের মধ্যেই।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন