২০/০৬/২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ

বিএনপির শ্রমিক সমাবেশ রূপ নিয়েছে জনসমুদ্রে

‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষ্যম নিপাত যাক’-স্লোগানের পাশাপাশি জাতীয় নির্বাচন চেয়ে স্লোগান উঠল বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে। মুহুর্মুহু স্লোগানের মধ্যে বৃহস্পতিবার ঢাকার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে চলছে এই শ্রমিক সমাবেশ। বেলায় ২টা ১০ মিনিটে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে সমাবেশের কার্যক্রম।

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশে যোগ দেওয়া শ্রমিক দলের নেতাকর্মী-সমর্থকদের জমায়েত ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। হাজারো শ্রমিকের উপস্থিতি সমাবেশটি রূপ নিয়েছে জনসমুদ্রে।


মাথায় লাল টুপি, গায়ে লাল টি-শার্ট পরে আসা শ্রমিকদের কন্ঠে স্লোগান ওঠে-‘দুনিয়া মজদুর এক হও, লড়াই করো’। শ্রমিকদের এ সার্বজনীন স্লোগানের পাশাপাশি ‘অবিলম্বে সংসদ নির্বাচন চাই, নির্বাচন দিতে হবে, দিতে হবে’ এ স্লোগানও উচ্চারিত হয়।

শ্রমিক দলের এ সমাবেশে সংগঠনের ১২ দফা দাবি তুলে ধরা হয়েছে। শ্রমিক দলের ১২ দফা দাবির মধ্যে আছে, অবিলম্বে সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার, সকল প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার, বন্ধ শিল্প চালু, নতুন শিল্প প্রতিষ্ঠা, আউট সোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি, অবাধ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমিক হত্যার বিচার, শ্রমিক নির্যাতন বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করা, জাতীয় নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা, বৈষ্যমহীন জাতীয় পে-স্কেল ও মজুরি হার ঘোষণা, জরুরি পরিষেবা আইনসহ সকল কালাকানুন বাতিল এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই নির্মাণ করা হয়েছে শ্রমিক সমাবেশের মঞ্চ। মঞ্চে লাল রঙের বিশাল ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি রয়েছে। তাতে লেখা আছে, ‘মে দিবসে দিচ্ছে ডাক, বৈষ্যম নিপাত যাক’।


সমাবেম মঞ্চে সকাল ১০টা থেকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর শিল্পীরা দেশাত্মকবোধক গান পরিবেশন করেন। ঢাকা ও পাশের জেলাগুলোর শিল্প-কারখানার শ্রমিকরা আসতে শুরু করেন সকাল থেকেই।


শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সমাবেশে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমূল বিশ্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, মজিবুর রহমান সারওয়ার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ উপস্থিত রয়েছেন।

পড়ুন : বৃহস্পতিবার মে দিবসের সমাবেশে বড়-শোডাউনের লক্ষ্য বিএনপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন