আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশে জনতার ঢল নামে। আজ বুধবার তপ্ত দুপুরের রোদ উপেক্ষা করেই রাজধানীসহ আশাপাশের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশে আসেন নেতাকর্মীরা। নতুন দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা তাঁদের।
ছাত্র-জনতার আন্দোলন আর রক্তের বিনিময়ে পাওয়া বিজয়। নতুন বাংলাদেশের বিজয় উল্লাসে নেমেছে লাখো মানুষের ঢল।
বিএনপির আজকের এই সমাবেশে লাগেনি কোন অনুমতি, নেই পুলিশের ব্যারিকেড। মুক্ত বিহঙ্গের মতো নেতা-কর্মীদের গণজোয়ার নয়া পল্টনে।
মিছিল আর শ্লোগানে মুখরিত পুরো এলাকা। দীর্ঘ দিনের হামলা মামলা আর নির্যাতনে যারা ছিলেন জর্জরিত, আজ তারা মুক্ত বাতাসে। চান দূর্নীতি ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ।
তরুণদের এই জয়ে উৎফুল্ল উল্লাসে প্রবীনরাও। তরুণদের প্রত্যাশা ফিরে পাবে দীর্ঘ দিনের না পাওয়া ভোটাধিকার।
প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করেছেন নয়াপল্টনে।