১৪/০৬/২০২৫, ১৬:৩০ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:৩০ অপরাহ্ণ

বিএনপির সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের স্মরণসভা অনুষ্ঠিত

ঝিনাইদহ ৩ আসনের (মহেশপুর-কোটচাঁদপুর) সাবেক ৪ বারের সংসদ সদস্য আলহাজ শহিদুল ইসলাম মাস্টারের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে মহেশপুর অডিটোরিয়াম হল রুমে মহেশপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সেসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এছাড়াও পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খাঁন চুন্নু,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপুসহ উপজেলা ও পৌর বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


শহিদুল ইসলাম মাস্টার ১৯৫০ সালে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রাহাতুল্লাহ সরদার এবং মায়ের নাম আলফাতুনেচ্ছা বেগম। তিনি মহেশপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও যশোর এমএম কলেজ থেকে এইচএসসি ও বিএ এবং ঢাকা মোহাম্মদপুর কারিগরী কলেজ থেকে বিপিএড পরীক্ষায় উর্ত্তীর্ণ হন। তিনি ১৯৭৪ সালের ১ নভেম্বর মহেশপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন। পরে ১৯৯০ সালে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। বিএনপিতে যোগ দিয়ে ১৯৯১ সালে শহিদুল ইসলাম মাষ্টার বিপুল ভোটে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

দলীয় তহবিলের টাকা নির্বাচন শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে ফেরৎ দিয়ে তিনি নজীর সৃষ্টি করেন। এছাড়াও তিনি
ঝিনাইদহ-৩ আসন থেকে আরো ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় অভুতপূর্ব উন্নয়ন কাজ সাধন করেন। তিনি বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হয়ে ঝিনাইদহ জেলায় বিদ্যুৎ লাইন সম্প্রসারণে বিশেষ অবদান রাখেন। তিনি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার শত শত কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করনের পাশাপাশি রাস্তা, ব্রীজ, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের ভবন নির্মাণ করে জনগণের আস্থা অর্জন করেন। 

২০১৬ সালে ২১ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। সভা শেষে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পড়ুন : ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা, লুটপাট

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন