26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

বিএনপির বর্ধিত সভা: গুরুত্ব পাবে নির্বাচনসহ ৪ ইস্যু

দীর্ঘ ২৭ বছর পর কাল অনুষ্ঠিত হচ্ছে, বিএনপির বর্ধিত সভা। এতে অংশ নেবেন চার হাজার নেতাকর্মী। দলীয় ঐক্য ও নির্বাচন নিয়ে খোলামেলা বক্তব্য তুলে ধরবেন  তৃণমুল নেতারা। তাদের মতামত ও চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিক নির্দেশনা দেবেন।

 ফ্যাসিস্ট সরকারের আমলে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি বর্ধিত সভার পরিবর্তে নির্বাহী কমিটির বর্ধিত সভা ডাকেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গ্রেফতার আতঙ্ক সত্বেও নির্বাহী কমিটির প্রায় ৮০ ভাগ সদস্য উপস্থিত ছিলেন সেই সভায়।

এর কয়েকদিন পরই সাজানো দুর্নীতি মামলার সাজায় কারাগারে যান বেগম খালেদা জিয়া। রাজপথে সক্রিয় থাকলেও, বাধাগ্রস্থ হয় দলীয় ফোরামের সাংগঠনিক তৎপরতা।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে বদলে যায় দেশের রাজনীতির চালচিত্র। পরিবর্তিত পরিস্থিতিতে ২৭ ফেব্রুয়ারি সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা।

এই বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতারা, আগামী দিনের রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে জানান তিনি।

দলটির নেতারা বলছেন রাজনীতির মাঠে আওয়ামী লীগের পরাজয়ের পর দেশের ক্রান্তিকালে বৃহত্তম দল হিসেবে বিএনপিকে জনগনের পাশে বরাবারের মতো আস্থার প্রতীক হিসেবে থাকার নির্দেশনা আসতে পারে এ সভায়।

বিএনপির স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জেলা-উপজেলা ও পৌর কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন বর্ধিত সভায়। এছাড়া, একাদশ সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীরাও বর্ধিত সভায় থাকবেন।

পড়ুন: আগামী নির্বাচন জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা : মোয়াজ্জেম হোসেন আলাল

দেখুন:দিনাজপুর জেলা বিএনপি সমাবেশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন