বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। চরম সত্য হচ্ছে গত পনের বছর শ্রমিকদের স্বার্থ কেউ দেখে নাই। এটি আর হতে দেওয়া হবে না। আমাদের নেতা তারেক রহমান শ্রমিক মেহনতি মানুষের নেতা এবং এই বাংলার নেতা। আমাদের নেতা তারেক রহমানকে নির্বাচনের মাধ্যমে বাংলার মসনদে বসানো হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা ফিরে পাবে।
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা শ্রমিক দল আয়োজিত র্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আমরাও আমাদের নেতা তারেক রহমানের কাছে অনুরোধ করবো। তিনি যদি ক্ষমতার মসনদে বসেন প্রথম কাজটিই যাতে শ্রমিকদের কল্যাণে হয়। সমাবেশের পূর্বে র্যালিটি জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সম্মুখ সড়ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান,খলিলুর রহমান গাজী,ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী,চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ,জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ,জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনামিয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুব ছৈয়ালসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পড়ুন : নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর মাছঘাটে সীমিত পরিসরে ইলিশ বেচাকেনা