বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছে জাতিসংঘ। সেই সাথে অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিএনপির সাথে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা জানান। আর বিএনপি নেতারা বলেন, বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে।
দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মানবাধিকার, গনতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন সহ চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সকালে গুলশানের বিএনপির কাযালয়ে আসেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসেন তিনি। যা চলে প্রায় ঘন্টা ব্যাপী।
পরে সাংবাদিকদের সাথে কখা বলেন, জাতিসংঘ প্রতিনিধি ও বিএনপি নেতারা। গোয়েন লুইস বলেন বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে তারা কথা বলছেন। সহিংসতা বন্ধ করে কিভাবে অর্থনৈতিক অগ্রগতি হতে পারে, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা।
আর বিএনপি নেতারা বলেন, তাদের সাথে কথা হয়েছে সব শঙ্কা কেটে নতুন বাংলাদেশ গড়া হবে।
বৈঠকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে ছিলেন সংস্হাটির মানাবাধিকার বিষয়ক সমন্বয়ক হুমা খান। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন দলটির সিনিয়র নেতারা।