দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তানসহ সব দেশের সাথে সুসম্পর্ক রেখে কাজ করতে চায় বিএনপি। জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
গুলশানে পাকিস্তান হাইকমিশনারের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
প্রায় পৌনে এক ঘন্টার বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ অংশ নেন। সবার জন্য সমান সুযোগ তৈরি করে অন্য দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেয়ার পক্ষে মত দেন বিএনপি নেতারা।