নোয়াখালীর চর এলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতিন তোতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ।
রোববার রাতে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে আটক করা হয়। আজ দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

স্থানীয়রা জানায়, গত ২৭ আগস্ট বিএনপি নেতা তোতাকে নির্মমভাবে কুপিয়ে আহত করার পর রাজ্জাক চেয়ারম্যান গা ঢাকা দেয়। এরপর সে গোপনে ঢাকার ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থাকতেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি জানান, এ হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো ১৫টি মামলা রয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

টিএ/
পড়ুন: এবার ট্রুডো দাঁড়ালেন নেতানিয়াহুর বিপক্ষে
দেখুন : কিশোরগঞ্জে ফিসারিতে স*ন্ত্রা*সী হামলা, লুটপাটের অভিযোগ