০৮/১১/২০২৫, ৯:২৪ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ: হামলাকারীদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ তিনজনকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ নভেম্বর) রাতে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে এই নির্দেশের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ লক্ষ্যবস্তু ছিলেন না। একটি বিপথগামী গুলিতে তিনি আহত হন। সরকার তার দ্রুত সুস্থতা কামনা করছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার এই অপরাধমূলক ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা এবং অধিকার সুরক্ষায় তাদের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পর দ্রুত বিচারের আওতায় আনতে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়েছে, সহিংসতা ও ভয়-ভীতি প্রদর্শনের কোনো স্থান রাজনৈতিক ও সামাজিক জীবনে নেই। সিএমপি এরইমধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে।

এছাড়া শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায্য পরিবেশে ফেব্রুয়ারির নির্বাচন হতে সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এদিন বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম পাঁচলাইশের হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এসময় গুলিতে এরশাসহ তিনজন গুলিবিদ্ধ হন। এতে একজন মারা গেছেন।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গণসংযোগকালে একটি দোকানের প্রবেশ করে দোকানির সঙ্গে কুশল বিনিময় করেন এরশাদ। এ সময় তার সঙ্গে নেতাকর্মীরা ছিলেন।

ওই দোকানির সঙ্গে কুশল বিনিময় শেষে বের হতেই হঠাৎ গুলির বর্ষণের ঘটনা ঘটে। এ সময় ছত্রভঙ্গ হয়ে পড়েন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি, নিহত ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন