26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

বিএনপির বর্ধিত সভা শুরু

রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই সভা শুরু হয়। এতে সারা দেশের প্রায় চার হাজার নেতা অংশ নিয়েছেন।

পূর্বের ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে বর্ধিত সভা শুরুর কথা ছিল। সে অনুযায়ী সকাল সাড়ে নয়টা থেকেই আমন্ত্রিত নেতারা এলডি হল সংলগ্ন মাঠে আসতে শুরু করেন।

বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এতে স্বাগত বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিনে দেখা যায়, আমন্ত্রিত নেতাদের সংসদ ভবন এলাকার ফটক থেকেই স্বাগত জানান শৃঙ্খলার দলটির দায়িত্বে থাকা দলটির নেতাকর্মীরা। কিছুদূর এগিয়ে আসার পর আমন্ত্রিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এদিকে মূল মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব) হাফিজ উদ্দীন আহমেদ রয়েছেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়। এরপর এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের জন্য শোক প্রস্তাব পাঠ করেন দলের জ্যেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

‘সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র’ স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের বর্ধিত সভা করছে বিএনপি।

বিএনপির সূত্র জানিয়েছে, বর্ধিত সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবেরা অংশ নিয়েছেন। এর বাইরে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতাদেরও সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। বেলা ১১ টা থেকে শুরু হয়ে দুপুরে কিছু সময় বিরতি দিয়ে রাত পর্যন্ত সভা চলবে।

এনএ/

দেখুন: রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি বিএনপি,বললেন উপদেষ্টা নাহিদ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন