31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

ভোলায় বিএনপি অফিস ভাঙচুর মামলা: আওয়ামী লীগের ১৬ নেতা কারাগারে

ভোলায় বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার (৯ মার্চ) দুপুরে ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান দীর্ঘ শুনানি শেষে এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. খায়ের উদ্দিন সিকদার।

তিনি বলেন, ২০১৯ সালের ৩ মার্চ ভোলা জেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দীর্ঘ ছয় বছর পর, ২০২৪ সালের ২ ডিসেম্বর এ ঘটনায় মামলা করা হয়। পরে আসামিরা চলতি বছরের ২৬ জানুয়ারি উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। রবিবার উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ১৮ জন আসামি ভোলা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ এবং সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন। তবে বাকি ১৬ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন,কামাল হোসেন, সেলিম চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ, সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, সাবেক কমিশনার শাহে আলম, সাবেক কাউন্সিলর আতিকুর রহমান, আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার, আবুল কাশেম, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন, রুহুল আমিন কুট্রি, মোহাম্মদ খোকন গরানী, মোরশেদ আলম চান ও মো. জাকির হোসেন প্রমুখ।

আদালতে আসামিপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেয়া অ্যাডভোকেটরা হলেন, অ্যাডভোকেট মাহবুব হক লিটু, অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, অ্যাডভোকেট স্বপন, অ্যাডভোকেট নুরনবি, অ্যাডভোকেট খায়ের উদ্দিন সিকদার, অ্যাডভোকেট সোয়াইব হোসেন মামুন, অ্যাডভোকেট কিরন তালুকদার ও অ্যাডভোকেট ইশতিয়াক হোসেন বাপ্পি।

এনএ/

দেখুন: বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগ নেতাদের সম্পর্ক, কে কার আত্মীয় 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন