বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “বিএনপি সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। আর এজন্য সবসময় আমরা প্রচেষ্টা চালাই।”
মঙ্গলবার(১৮ মার্চ) বেলা ১১টার দিকে বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর বাবার মরদেহ উদ্ধারের ঘটনায় ভুক্তভোগী মন্টু চন্দ্র দাসের পরিবারের সাথে দেখা করে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এই ভুক্তভোগীর বাড়ি এসেছি।
যেকোনো নির্যাতনের ঘটনায় সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুক্তভোগীর পাশে দাঁড়ায়। আমরা সবসময় সবার সুখদুঃখ ভাগ করে নিতে চাই।”
এসময় তিনি নির্যাতিত পরিবারটিকে নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি উপহার সামগ্রী প্রদান করেন। পাশাপাশি নিরাপত্তা ও পরিবারের ভরণ-পোষণে পাশে থাকার পাশাপাশি মামলা পরিচালনার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন।
পড়ুন: ওয়ান-ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান
দেখুন: রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি ,বললেন উপদেষ্টা নাহিদ! |
ইম/