১৩/০৬/২০২৫, ১৩:১২ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:১২ অপরাহ্ণ

বিএনপিতে আসামির যোগদান নিয়ে উত্তেজনা, গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

শৈলকূপায় আওয়ামী লীগ নেতা ও হত্যা মামলার আসামী বকুল মোল্লাকে বিএনপিতে যোগদান করানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে একাধিক মামলার আসামী আওয়ামী লীগ নেতা বকুল মোল্লার গ্রেপ্তার ও আশ্রয়দাতা জেলা যুবদলের সদস্য জাহিদ চৌধুরীর বহিষ্কার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ স্লোগানে উত্তাল হয়ে ওঠে শৈলকূপা শহর।

আজ সোমবার (১২ মে) বিকালে শৈলকূপা শহরের চার রাস্তার মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ পালিত হয়। উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহন করেন।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাওছার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ইসরাইল হোসেন, শফিউদ্দীন, আব্দুল কাদের মোল্লা, সেচ্ছাসেবক দলের আব্দুল হাকিম জিল্লু ও কৃষকদল নেতা মাজেদুর রহমান পাননা।

প্রতিবাদ সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, দামুকদিয়া গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে বকুল মোল্লা চিহ্নিত সন্ত্রাসী ও ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর। তার নেতৃত্বে বিএনপি সভাপতিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। হাসিনার ফ্যাসিবাদি শাসনের ১৬ বছরে বকুল মোল্লা ছিল বেপরোয়া। বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকে সে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। বহু বিএনপি কর্মীর বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। কিন্তু সে এখনো রয়েছে অধরা। প্রকাশ্যে চলাফেরা করলেও ফ্যাসিষ্ট এই আ’লীগ নেতাকে পুলিশ ধরছে না।

উল্লেখ্য, ২০২১ সালের ২৫ জুলাই রাতে রাশিদুল ইসলাম ওরফে উকিল মৃধা নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা মামলায় সন্ত্রাসী বকুল মোল্লা ২ নং এজাহারভুক্ত আসামী। এছাড়া তার নামে শৈলকূপা থানায় একাধিক মামলাও রয়েছে।

এনএ/

দেখুন: বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগ নেতাদের সম্পর্ক, কে কার আত্মীয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন