39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

হঠাৎ বিএসইসিতে কর্মকর্তাদের অবরোধ-বিক্ষোভ কেন?

শেয়ারবাজারের অনিয়ম-দুর্নীতি দূর করতে নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব পাওয়া খন্দকার রাশেদ মাকসুদসহ পুরো কমিশনকে সরাতে অবরুদ্ধ করেছে বিএসইসি কর্মকর্তারাদের একাংশ। পরে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় শীর্ষ কর্মকর্তাদের।

অনিয়ম-দুর্নীতি রোধ করতে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে বহু আগে থেকেই কাজ করছে একদল মহল।

শেয়ারবাজারে টানা পতনের জের ধরে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ চাওয়া ছিলো নিত্যদিনের ঘটনা।

কিন্তু এবার নিজের ঘর সাফাইয়ে হাত দেয়ায় বিপদে পড়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। মঙ্গলবার বিএসইসি নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলকভাবে অবসর পাঠানোর পর থেকেই তৈরি হয় অন্যান্য কর্মকর্তাদের একাংশের ক্ষোভ।

এদিকে সাইফুর রহমানের অবসরে পাঠানোয় আতঙ্কে রয়েছেন অন্যান্য কর্মকর্তারা। রোববার বিএসইসিতে দুদকের অভিযান এবং দুর্নীতির অভিযোগে সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনসহ অন্যান্য কমিশনারদের শুনানীতে ডাকার পর নড়েচড়ে বসেছেন কর্মকর্তারা। এছাড়া আওয়ামী সরকারের আমলে শিবলী কমিশনের সময়কালে ছাত্রলীগ-যুবলীগের অনেক কর্মী বিএসইসিতে নিয়োগ পেয়েছেন বলে রয়েছে নানা অভিযোগ।

বুধবার কর্মকর্তাদের একটি অংশ শীর্ষ কর্মকর্তাদের ঘেরাও করার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের চেয়েছেন পদত্যাগ । এদিকে কমিশনের অবস্থা বেগতিক হওয়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি যোগ দেয় সেনাসদস্যরা।

তবে শেয়ারবাজার হোক অনিয়ম ও দুর্নীতিমুক্ত-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পড়ুন : পুঁজি হারিয়ে নি:স্ব বিনিয়োগকারীরা, বিএসইসিতে নিরাপত্তা জোরদার

দেখুন : হঠাৎ বিএসইসিতে কর্মকর্তাদের অবরোধ-বিক্ষোভ কেন? | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন