শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। অর্থ উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ায় এ শংকা তৈরি হয়। তবে কমিশন বলছে সবই গুজব।
দেশের শেয়ারবাজারের অভিভাবক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার রাশেদ মাকসুদকে। অনিয়ম-দুর্নীতি কমাতে তার একের পর এক ডোন্ট কেয়ার সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজারে। বিনিয়োগকারীরাও কয়েক দফায় চেয়ারম্যানের পদত্যাগ দাবি নিয়ে নেমেছেন রাস্তায়।
এমন অবস্থায় বিএসইসির চেয়ারম্যানের সরে যাওয়া দরকার -অর্থ উপদেষ্টার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় সংবাদ। এতে বাজারে চাঞ্চল্য তৈরি হলেও এমন সংবাদ গুজব, বলছেন মুখপাত্র।
এদিকে শেয়ারবাজারে সুদিন ফেরাতে আগামীকাল সকালে পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে ডিএসই টাওয়ারে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ৩৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৯ পয়েন্ট। লেনদেন ৫১ কোটি টাকা বেড়ে হয়েছে ৩৬২ কোটি ৬৭ লাখ টাকা। মূলধন ১ হাজার ৬০৪ কোটি টাকা বৃদ্ধির পাশাপাশি দর বেড়েছে ২২৩টি, কমেছে ১০১ টির এবং অপরবর্তিত রয়েছে ৭৪টি দর।
টিএ/