26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

বিক্ষোভ, অবরোধের ফাঁদে অচল ঢাকা

ঢাকার আসাদগেট এলাকায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তা অবরোধ করে দুই দফায় প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। লটারির ভিত্তিতে স্কুলে ভর্তির প্রতিবাদে এই বিক্ষোভ করে তারা।

আজ রোববার বেলা ১১টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।

মৌখিক পরীক্ষা স্থগিত, পেট্রোবাংলা অবরোধ

মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। তারা রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন করছেন। এতে করে পেট্রো বাংলার ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মীরা।

আন্দোলনকারীদের অভিযোগ বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। এ অবস্থায় তাদের দাবি, দ্রুত মৌখিক পরীক্ষা সম্পন্ন করা এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রত্যাশীরা।

পেট্রোবাংলা অবরুদ্ধ, ভেতরে আটকা পড়েছেন শত শত কর্মকর্তা
ঢাকা রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি

সকাল ১০টার পর মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির দাবিতে রাজধানীর মোহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের মিরপুর সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কলেজে থেকে বেরিয়ে আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা গেট ভেঙে রাস্তায় নেমে এলে মিরপুর রোডের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়।

অচল ঢাকা
দেখুন: ফের উত্তপ্ত রাজধানীর উত্তরা; রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন