21 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

‘বিগ বস ১৮’ বিজয়ী করণবীর, কত টাকা জিতলেন অভিনেতা

১০৪ দিনের নানা নাটকীয়তা, নানা টাস্ক, মারামারির পর লক্ষ লক্ষ ভোটে ‘বিগ বস’-এর এবারের আসরের বিজয়ী হলেন করণবীর। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রবিবার রাতে অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে এদিন ৫০ লাখ রুপির নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন করণবীর। এই গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন, ভিভিয়ান ডিসেনা। তিন মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি ১৪’-এর মুকুট।

তবে দর্শকের ভোটের বিচারে করণ অনেকটাই এগিয়ে ছিলেন ভিভিয়ানের চেয়ে। মুনওয়ার ফারুকী, এমসি স্ট্যান, তেজস্বী প্রকাশের মতো বিগ বস জয়ী অন্য তারকার সঙ্গে এবার নাম লেখালেন করণ।

মা এবং বোনকে দু’পাশে নিয়ে বিগ বস্-এর ট্রফি হাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন করণ।

ছবির সঙ্গে লিখেছেন মনের কথাও। করণ লিখেছেন, ‘যে মুহূর্তের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে সেই দিনটি উপস্থিত। জনতার পছন্দের প্রতিযোগী জয়ী হয়েছে।’

দর্শকের উদ্দেশে করণের ভাষ্য, আপনাদের নিরপেক্ষ ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া এই জয় সম্ভব ছিল না। এই জয় আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

প্রসঙ্গত, বিগ বসের সিজন যত এগিয়েছে বিজয়ীর প্রাপ্য অর্থমূল্যের পরিমাণও ওঠানামা করেছে। প্রথম ৫টি সিজনে জয়ীকে দেওয়া হতো ১ কোটি টাকা। তারপর সেটা কমে দাঁড়ায় ৫০ লাখ। সিজন ১২-তে বিজয়ীকে দেওয়া হয়েছিল ৩০ লাখ টাকা। তবে শোনা যাচ্ছে, এই সিজনে করণ ৫০ লাখ টাকা পেয়েছেন।

পড়ুন :সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী রানি মুখার্জি

দেখুন :৩০ এপ্রিল হ*ত্যা করা হবে সালমানকে!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন