১৫/১১/২০২৫, ২০:৪২ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২০:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিগ বসে রাজনীতিবিদ সালমান খান! 

রিয়েলিটি শো ‘বিগ বস’ আবার ফিরছে। গতকাল রাতে সালমান খানের শোয়ের নতুন টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে ‘ঘরওয়ালো কি সরকার’-এর থিম দেখানো হয়েছে। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত শুধু বিগ বস নয়, বরং ‘বিগ বস’-এর বাড়ির সব সদস্য একসঙ্গে নিতে পারবেন। এর সঙ্গে সঙ্গে ‘বিগ বস ১৯’-এর প্রিমিয়ারের তারিখও ঘোষণা করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। 

বিজ্ঞাপন

টিজারে সালমান খানকে রাজনীতিবিদের পোশাকে দেখা গেছে। তিনি দর্শকদের বলছেন, এই সিজনে অনুষ্ঠানটি বাড়ির সদস্যদের মতামত অনুসারে পরিচালিত হবে, যা মৌসুমে আরও মজার নতুন নতুন মোড় নেবে। অনুষ্ঠানের নতুন লোগো প্রকাশ করা হয়েছে, যা নতুন রঙ এবং শক্তিতে পূর্ণ।

‘বিগ বস ১৯’ জিও হটস্টার ও কালারস টিভিতে শুরু হবে ২৪ আগস্ট থেকে। যদিও চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে ছোট পর্দার অনেক অভিনেতা ও সামাজিক মাধ্যমের তারকাদের নাম উঠে এসেছে, যার মধ্যে কিছু তারকা জুটিও থাকবেন, যারা বাস্তবে দম্পতি। সামাজিক মাধ্যমে প্রভাবশালী মুখের দেখাও মিলবে। 

জানা গেছে, এবারের থিম ‘রিওয়াইন্ড’ অর্থাৎ পুরোনো বিগ বসের কিছু আইকনিক উপাদান যেমন– সিক্রেট রুম এবং খাবার ও পানীয় সম্পর্কিত কাজগুলোও ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে দর্শকদের মাধ্যমে মনোনয়ন এবং প্রতিযোগী কর্তৃক উচ্ছেদের মতো মনোনয়নে বড় পরিবর্তন আসতে চলেছে। 

পড়ুন: গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

দেখুন: বিদ্যুৎ সংকটে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ডিইপিজেড শিল্পক্ষেত্রে ধসের শঙ্কা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন