39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

ধষর্কের বিচার চেয়ে মাগুরায় বিক্ষোভ-সমাবেশ

মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ও সাধারণ জনতা বিক্ষোভ-সমাবেশ করেছে।

আজ রবিবার (৯ মার্চ) ছাত্ররা চীফ জুডিশিয়াল ম্যাসিস্ট্রেট আদালত গেট ঘেরাও করে বিচার দাবি করে। এ সময় তারা রাস্তা অবরুদ্ধ করে রাখে। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকদের বিচার দাবি করে তারা। এসময় জেলা ও জেলার বাইরে থেকে শিক্ষার্থীরা এসে সমাবেশে যোগ দেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ঘটনার প্রধান সন্দেহ ভাজন বোনের শশুর হিটু শেখ সহ ৪ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে আন্দোলনরতদের আদালতের গেট থেকে সরানোর জন্য ৭ গাড়ি সেনা সদস্য আসে। এসময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা অবস্থা বিরাজ করে। ছাত্ররাও সারাদিন তাদের দাবিতে অনড় অবস্থান নেয়।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে ৪ জনকে আসামী করে মামলা রেকর্ড ভুক্ত হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এরই মধ্যে মূল সন্দেহভাজন হিটু শেখ সহ বোনের স্বামী সজীব শেখ, বোনের শাশুড়ি ও স্বামীর বড় ভাই রাতুল সেখ কে আটক করা হয়েছে। আদালতে আসামিদের রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়। প্রাথমিক অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এনএ/

দেখুন: আবারও ইউনূসের বিচার করার হুমকি দিলো হাসিনা! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন