27 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

মেঘনা ব্যাংকের উদ্যোগে ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ:  অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’ অনুষ্ঠিত

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে মেঘনা ব্যাংক পিএলসির উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ: অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’।

মেঘনা ব্যাংক পিএলসি, লেকশোর হোটেলে ‘ব্রাঞ্চ বিজনেস ডায়ালগ: অ্যালাইনিং স্ট্র্যাটেজি অ্যান্ড ভিশন’ এই আয়োজনে  ব্যাংকের শাখা এবং উপশাখার ব্যবস্থাপকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য কৌশলগত  মতামত উপস্থাপন করেন।

অংশগ্রহণমূলক এই আলোচনার মাধ্যমে শাখা ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের মধ্যে মতবিনিময় হয়, যা ব্যাংকের দীর্ঘমেয়াদে উন্নয়নের দিকনির্দেশনা প্রদান করবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের মাননীয় ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, পরিচালক এস এম জাহাঙ্গীর আলম মানিক, পরিচালক মিসেস উজমা চৌধুরী, পরিচালক মো: মাহমুদুল আলম, পরিচালক তারানা আহমেদ এবং প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, ‘আমাদের সম্মানিত গ্রাহকরা আমাদের  গুরুত্বপূর্ণ অংশীদার তাই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি গ্রাহক সেবাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিবো।’

মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিল বলেন, ‘আমাদের ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখায় ম্যানেজাররা ব্যাংকের উন্নয়নে সর্বোচ্চ শ্রম দিচ্ছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ২০২৫ সালে সবার সম্মিলিত প্রচেষ্টায় মেঘনা ব্যাংক সফলতার শীর্ষে অবস্থান করবে।’

এনএ/

দেখুন: ভাঙ্গারী ব্যবসা থেকে চটপটি বিক্রেতা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন